Health

মৃগী রোগী খিঁচুনি দিয়ে অজ্ঞান হয়ে গেলে জুতার গন্ধ শুকানো কি ঠিক?

মৃগী রোগ বিভিন্ন কারনে হয়ে থাকে।মাথায় আঘাত পাওয়া,বংশে কারো থাকলে, মানসিক ভাবে আঘাত পাওয়া আরো বিভিন্ন কারনে হয়ে থাকে।

মৃগি রুগীদের সবসময় আগুন, পানি থেকে দূরে থাকতে হয়।এই রুগীদের ড্রাইভিং না করাই ভাল।কারন মৃগী রুগিরা হঠাত করে অজ্ঞান হয়ে পরে যার জন্য এসব ব্যাপারে সতর্ক থাকতে হয়।

রুগী হঠাত অসুস্থ হয়ে গেলে করনীয়ঃ

★রুগী যদি বিপদজনক জায়গায় থাকে সেখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখতে হবে।

★যদি ফিটিং কোনো কাপড় পরে থাকে সেটি আলগা করে নিতে হবে।

★রুগিকে কাত করে শোয়াতে হবে এবং মাথার নিচে কোনো বালিশ অথবা অন্য কিছু দেওয়া যাবেনা।

★অনেকে রাবারের জুতা শোকায় এটা ভ্রান্ত ধারনা।কারন মৃগী রুগীরা অজ্ঞান হয় মস্তিষ্কের মধ্যে অক্সিজেন এর অভাবে এবং মস্তিষ্কের নিউরন গুলোতে বিদ্যুৎ চলাচল বন্ধ হওয়ার কারনে জ্যাম হয়ে যায় যার কারনে রুগি অজ্ঞান হয়ে যায়।তাই এসব প্রচলিত ভুল করা থেকে বিরত থাকতে হবে।

★রুগীর আশেপাশের পরিবেশ শান্ত রাখতে হবে এবং পর্যাপ্ত বাতাস আছে এমন খোলামেলা পরিবেশে রাখতে হবে।

★রুগী সুস্থ হওয়ার পর ভালো নিউরোলজিস্ট কে দেখাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মত চলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: দুঃখিত!! কপি করা যাবে না, শেয়ার করুন।

Adblock Detected

Please Turn Off Your AdBlocker