EducationsTips And Tricks

অনলাইন এ দ্রুত ও সবার আগে SSC রেজাল্ট দেখার ট্রিকস

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিআইসিসি ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল তৈরির কাজ শেষ, এখন প্রকাশের অপেক্ষা।

বই উৎসব উদ্বোধনের দিন এ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ওই দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এর আগে ২৭ ডিসেম্বর ফল প্রকাশের তারিখ ধরে নিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড। ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফর থাকায় আগামী ৩০ ডিসেম্বর ফল প্রকাশ হতে পারে বলে বোর্ড সূত্রে জানা গিয়েছিল।

এ বিষয়ে রোববার আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেছিলেন, আমরা ফল প্রকাশের জন্য সার্বিকভাবে প্রস্তুত।

প্রধানমন্ত্রী সম্মতি দিলে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে যেকোনো দিন তারিখ নির্ধারণ করা যেতে পারে। প্রধানমন্ত্রী অনানুষ্ঠানিকভাবে ৩০ তারিখের কথা বলেছেন বলে আমরা জানতে পেরেছি।

তবে ২৮ তারিখের পর এ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

করোনা প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষার্থী ছিল ২২ লাখের বেশি।

পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এই পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ২৩ নভেম্বর। সে হিসাবে গত সপ্তাহেই এক মাস পূর্ণ হয়েছে।

SSC রেজাল্ট দেখা যাবে দুইটি পদ্ধতিতে।

১) মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে
২) অনলাইনে

নিছের দুই টা লিংক  থেকে আপনি রেজাল্ট দেখতে পারবেন খুব সহজে

LINK 1== http://www.educationboardresults.gov.bd 

 

LINK 2== https://www.eboardresults.com/app/stud 

নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখতে পারবেন

ঢাকা বোর্ড

চট্টগ্রাম বোর্ড

কুমিল্লা বোর্ড

যশোর বোর্ড

বরিশাল বোর্ড

দিনাজপুর বোর্ড

সিলেট বোর্ড

মোবাইলে এস এম এস এর মাধ্যমে SSC পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি

মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে SSC একটি স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল তারপর আরও একটি স্পেস দিয়ে পরীক্ষার সাল। SSC BOARD ROLL YEAR পাঠিয়ে দাও 16222

এরপর সর্বশেষ মেসেজটি ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে।.

কিছুক্ষন পর ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

উদাহরণঃ SSC DHA 657579 2021 SEND TO 16222

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: দুঃখিত!! কপি করা যাবে না, শেয়ার করুন।

Adblock Detected

Please Turn Off Your AdBlocker