Tips And Tricks

ইউটিউব ভিডিও দেখুন অ্যাড এর ঝামেলা ছাড়াই । YouTube Premium apk

ইউটিউব ভিডিও দেখার জন্য অ্যাড এর ঝামেলা আমাদের সকলকে পোহাতে হয়। আমরা না চাইলেও আমাদের বিভিন্ন অ্যাড এক প্রকার জোর পূর্বক দেখানো হয়। ইউটিউব ভিডিও অ্যাড এর ঝামেলা ছাড়া দেখতে কি করবেন এবং YouTube Vanced apk কিভাবে ডাউনলোড করবেন চলুন তা জেনে নেওয়া যাক।

ছোট থেকে বড়, যুবক থেকে বৃদ্ধ এই আধুনিক যুগে হয়তোবা এমন কেউ নেই যে তিনি ইউটিউব চিনেন না বা ইউটিউব নামটি কখনো শুনেননি। কারণ আমাদের প্রায় অবসর সময়টা বা আমাদের প্রয়োজনীয় সময়টা আমরা এখানে কাজে লাগায় কোন না কোন কিছু শিখার জন্য। (premium YouTube)
 
কিন্তু সমস্যা হয় তখনই যখন ভিডিও দেখতে দেখতে অ্যাড আসে। এবং এই অ্যাড এর পরিমাণ এত বেশি হয় যে আমরা অনেক সময় বিরক্ত হয়ে যায় এবং প্রয়োজনীয় কাজটুকু শেষ করা সম্ভব হয় না। তাই আমরা এর বিকল্প কোনো পথ খুঁজি যেখানে অ্যাড দেখাবেনা। (premium YouTube free)
এর একটি মাত্র পথ হয় আপনাকে ইউটিউব এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহার করতে হবে অথবা YouTube Mod apk যেমন (YouTube Vanced) ব্যবহার করতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক এই YouTube Vanced apk কি এবং কিভাবে এটি ব্যবহার করতে হয়। (premium YouTube apk download)
 
YouTube Vanced হল ইউটিউব এর মোড ভার্সন। মোড ভার্সন বলতে এখানে বুঝানো হয়েছে যে এই অ্যাপসটি কাস্টমাইজ করা হয়েছে এবং গুগোল এর পারমিশন দেয়। হলে আপনি নতুন কিছু ফিচার পাচ্ছেন যার মাধ্যমে আপনি অ্যাপস এর সবকিছু কন্ট্রোলে রাখতে পারেন। (premium YouTube downloader app)
 

YouTube Vanced apk এর ফিচারসমূহঃ

YouTube Vanced apk এর অনেকগুলো ফিচার রয়েছে। যা আগেই বলা হয়েছে যে এর মাধ্যমে আপনি অ্যাপসের সবকিছু কন্ট্রোল করতে পারবেন। যার ফলে আপনি Premium YouTube এর সাবস্ক্রিপশন কিনলে যা ফিচার পাবেন তার থেকে বেশি এখানে পাবেন। চলুন জেনে নেওয়া যাক ফিচার গুলো কি কি? (YouTube Vanced mod apk)

ব্যাকগ্রাউন্ড প্লে

আপনি সকল প্রকার মিউজিক বা ভিডিও অডিও এর মত করে ফোনে ব্যবহার করতে পারবেন, অর্থ্যাৎ ব্যাকগ্রাউন্ড প্লে সুবিধা টা পেয়ে যাবেন। (Youtube Background Play)

 

সেকেন্ডারি থিম

আপনি আপনার চোখকে বাঁচাতে এবং আপনার মোবাইলের ব্যাটারি চার্জ কম খরচ করতে AMOLED black theme বা কাল থিম ব্যবহার করতে পারবেন। (premium YouTube benefits)

অ্যাড ব্লক

আপনার ইউটিউবের ভিডিওতে আশা অ্যাডকে চিরতরের জন্য বন্ধ করে দিতে পারবেন। ফলে ভিডিওতে আশা অ্যাড থেকে চিরতরের জন্য মুক্তি পাবেন। (YouTube Vanced manager)

পিকচার ইন পিকচার মোড

প্রতিটি ভিডিওকে ব্যাকগ্রাউন্ডে প্লে করতে পারবেন এবং প্রতিটি ভিডিওকে পিকচার ইন পিকচার প্লে করতে পারবেন। যা অন্যান্য অ্যাপে এ ফিচার পাবেন না। (premium YouTube hack)

H D R মোড

ইউটিউব ভিডিও আরো ভালো কোয়ালিটিতে দেখার জন্য H D R মোড অর্থাৎ High Dynamic Range এ ভিডিও প্লে করতে পারবেন। যার ফলে ভিডিও আগের থেকে আরো ভালো দেখতে পাবেন। (YouTube Vanced)

 কাস্টিং টগল

কাস্টিং টগল এর মাধ্যমে আপনি গুগোল কাস্টিং টগল করতে পারবেন। এছাড়া আপনি ফোর্স এর মাধ্যমে কাস্টিং অপশন অফ করে রাখতে পারবেন যদিও আপনার কাস্টিং ডিভাইস আপনার কাছে থাকে। (YouTube Vanced old version)

ভিডিও উইন্ডো স্টাইল

আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন অন্য ভিডিও দেখতে গেলে ওই ভিডিওটি মিনিমাইজ করে রাখতে হয় কিন্তু YouTube Vanced ব্যবহার করে আপনি ভিডিও প্লে করে রেখে অন্য ভিডিও ব্রাউজ করতে পারবেন। যাতে আপনি নিচে ভিডিও দেখবেন এবং উপরে ইউটিউব এর অন্যান্য ভিডিও ব্রাউজ করতে পারবেন। (YouTube Vanced apk)

রিপিট ভিডিও

এই ফিচার ব্যবহার করে আপনি একটা ভিডিও বারবার প্লে করতে পারবেন আপনার যদি কোন পছন্দের ভিডিও থাকে তাহলে এই ফিচার ব্যবহার করে ওই ভিডিও আপনার ইচ্ছে মত আপনি দেখতে পারবেন। আসলে পছন্দের ভিডিও বারবার দেখার জন্য এই ফিচারটির কোন তুলনা নেই। (YouTube Vanced app)

প্রেফাড রেজুলেশন এবং স্প্রিড

আপনি আপনার পছন্দের ভিডিও প্রেফারড রেজুলেশন এবং স্প্রিড নিজের মত কাস্টমাইজ করে রাখতে পারবেন। ফলে আপনি যখনই কোন ভিডিও প্লে করবেন তখন আপনার সেট করা সেটিংস অনুযায়ী ভিডিও প্লে হবে। (YouTube Vanced app download)

সোয়াইপ কন্ট্রোল

সোয়াইপ কন্ট্রোল ব্যবহার করে আপনি ভিডিওর ভলিওম ডান পাশে এবং ব্রাইটনেস বাম পাশে সোয়াইপ করে কন্ট্রোল করতে পারবেন বিশেষ করে ফুল স্ক্রীণে যখন আপনি ভিডিও দেখবেন এইসব ফিচার আপনার অনেক কাজে দেবে এই ফিচারটি ঠিক ম্যাক্স প্লেয়ার এর মত। (YouTube Vanced apk)

YouTube Vanced apk download করুন

YouTube Vanced apk download করার জন্য আপনি দুইটি মাধ্যম ব্যবহার করতে পারেন।
১। তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন ২। আমাদের এখান থেকেও ডাউনলোড করতে পারেন। (YouTube Vanced download)
.
.
YouTube Vanced manager ডাউনলোড করতে হবে। তা না হলে আপনি ভিডিও দেখতে পাবে ঠিকই কিন্তু কোন জিমেইল কানেক্ট করতে পারবে না। জিমেইল কানেক্ট করার জন্য আপনাকে YouTube Vanced manager download করতে হবে।
.

YouTube Vanced apk ইন্সটল করার নিয়ম

YouTube Vanced apk ডাউনলোড করা হয়ে গেলে অন্যান্য অ্যাপস যেভাবে ইন্সটল করে ঠিক সেভাবেই এই অ্যাপসটি ইন্সটল করুন। প্রয়োজনে আগে থেকে ইনস্টল হওয়া ইউটিউবটি ডাটা ক্লিয়ার করে ডিজেবল করে দিন। (YouTube Vanced old version)
 
এরপর YouTube Vanced manager টি ইনস্টল করুন। ইনস্টল করা হয়ে গেলে ম্যানাজারটি ওপেন করুন। এরপর সেখান থেকে Vanced microG আমি একটি ডাউনলোড অপশন পাবেন সেটাতে ক্লিক করুন। YouTube Vanced microG ডাউনলোড হয়ে গেলে অটোমেটিক ইন্সটল হয়ে যাবে।
ইন্সটল হয়ে গেলে আপনি ইউটিউব এ চলে যান এবং ইউটিউব থেকে একাউন্ট সাইন ইন এর জায়গায় থেকে আপনার জিমেইল সাইন ইন করুন তাহলেই পরিপূর্ণভাবে ইউটিউবটি সেটা পেয়ে যাবে। (YouTube Vanced apk)
 

শেষ কথা

YouTube Vanced apk টি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে কাস্টমাইজ করবেন সব কিছুই আলোচনা করা হয়েছে। এর পরও যদি আপনার বুঝতে কোন সমস্যা হয় তাহলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। ধন্যবাদ

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: দুঃখিত!! কপি করা যাবে না, শেয়ার করুন।

Adblock Detected

Please Turn Off Your AdBlocker