Tips And Tricks

শাওমি ফোনে ছবি বা ফাইল হাইড করবেন কিভাবে?

অনুমতি ছাড়া নিজের ফোন অন্য কেউ ঘাঁটাঘাঁটি করুক, এটি কারোই পছন্দ না। তবুও মাঝেমধ্যে বন্ধু বা পরিবারের হাতে বিভিন্ন কারণে নিজের ফোন প্রদান করতে হয়। এমন অবস্থায় গ্যালারি ও ফাইল স্টোরেজের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার্থে ফাইল বা ছবি হাইড করে রাখতে পারেন।

শাওমি ফোন এর মিইউআই (MIUI) অপারেটিং সিস্টেমে বিল্ট-ইন রয়েছে ফাইল ও মিডিয়া হাইড করা ফিচার। শাওমি, রেডমি ও পোকো, মিইউআই চালিত শাওমি’র তিনটি সাব-ব্র‍্যান্ডের ফোনে হাইড করা যবে মিডিয়া বা ফাইল।

চলুন জেনে নেওয়া যাক শাওমি ফোনে যেকোনো ফাইল বা ছবি হাইড করার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

শাওমি ফোনে ছবি ও ভিডিও হাইড করা

রেডমি, শাওমি ও পোকো ব্র‍্যান্ডের ফোনসমূহে একই নিয়মে ছবি ও ভিডিও হাইড করা যাবে। মিইউআই১২ চালিত শাওমি ফোনে ছবি বা ভিডিও হাইড করতেঃ

  • ফোনে প্রি-ইন্সটলড থাকা গ্যালারি অ্যাপে প্রবেশ করুন
  • যেকোনো অ্যালবামে প্রবেশ করে এক বা একাধিক ছবি বা ভিডিও সিলেক্ট করুন
  • “Add to Album” বাটনে ট্যাপ করুন
  • “Private Album” অপশন সিলেক্ট করুন
  • প্রথমবার এই অপশন সিলেক্ট করলে এই অপশনের কাজ সম্পর্কে বিবরণ দেখতে পাবেন
  • এরপর শাওমি ক্লাউড একটিভ করতে বলা হবে
  • এরপর ইতিমধ্যে থাকা শাওমি একাউন্টে লগিন করুন, মি একাউন্ট না থাকলে নতুন একটি একাউন্ট তৈরী করে নিন
  • মি অ্যাকাউন্ট একটিভ থাকলে স্বয়ংক্রিয়ভাবে সিলেক্ট করা ছবি বা ভিডিও হাইড হয়ে যাবে
শাওমি ফোনে ছবি বা ফাইল হাইড করবেন কিভাবে?

হাইড করা ছবি বা ভিডিও এর লক ফোনে থাকা লক এর উপর নির্ভর করে। ফোনে সেট করা ফিংগারপ্রিন্ট, প্যাটার্ন, বা পিনকোড ব্যবহার হবে হাইড করা ছবি বা ভিডিও অ্যাকসেস করার কোড হিসেবে।

হাইড করা ছবি বা ভিডিও জমা থাকে গ্যালারির প্রাইভেট ফোল্ডারে। প্রাইভেট ফোল্ডার অ্যাকসেস করতে গ্যালারি অ্যাপে প্রবেশ করুন ও Album এ ট্যাপ করুন। এরপর স্ক্রিনের মঝখানে টাচ করে উপর থেকে নিচের দিকে স্লাইড করলেই প্রাইভেট ফোল্ডারে প্রবেশের জন্য সিকিউরিটি মেথড অনুসারে পাসওয়ার্ড, প্যাটার্ন বা পিনকোড চাওয়া হবে।

উল্লেখ্য যে প্রদত্ত নিয়মে ছবি বা ভিডিও হাইড করার নিয়ম মিইউআই ১২ তে সবচেয়ে ভালো কাজ করে। আপনার শাওমি ফোন অন্য ভার্সনে চললে একটু এক্সপ্লোর করলেই একই সেটিংস পেয়ে যাবেন।

শাওমি ফোনে ফাইল হাইড করা

মোবাইলে ছবি ও ভিডিওর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতকরণে ফাইল হাইড করে রাখার প্রয়োজন পড়ে। ফোনে থাকা Files অ্যাপ ব্যবহার করে যেকোনো ফাইল হাইড করা যাবে শাওমি ফোনে। শাওমি ফোনে ফাইল হাইড করতেঃ

  • Files অ্যাপটি ওপেন করুন
  • বামদিকে থাকা হ্যামবার্গার মেন্যুতে ট্যাপ করুন
  • “Private files” অপশনটি সিলেক্ট করুন
  • সিকিউরিটি মেথড হিসেবে প্রথম ফটোস অ্যাপে ব্যবহৃত সিকিউরিটি ব্যবহার হবে, যা পরবর্তীতে পরিবর্তন করা যাবে
  • শাওমি একাউন্ট কানেক্টের প্রয়োজন হলে কানেক্ট করুন
  • এরপর Make Files Private অপশনটি সিলেক্ট করে যেসব ফাইল হাইড করতে চান সেগুলো সিলেক্ট করতে পারবেন
শাওমি ফোনে ছবি বা ফাইল হাইড করবেন কিভাবে?

হাইড করা ফাইল দেখা যাবে Files অ্যাপ এর মেন্যু থেকে Private Files সেকশনে প্রবেশ করে।

এছাড়া শাওমি ফোনে হাইড থাকা অন্যান্য ফাইলসমূহও দেখার উপায় রয়েছে। হিডেন থাকা ফাইলসমূহ ফাইল ম্যানেজারে প্রদর্শিত হতে হলে আগে হিডেন ফাইল প্রদর্শনের অপশনটি চালু করতে হবে। কোন লুকায়িত ফাইল ফোনের স্টোরেজ দখল করে আছে, তা জানতে এই উপায়টি অনুসরণ করতে পারেন। হিডেন থাকা ফাইলসমূহ দেখতেঃ

  • রেডমি বা শাওমি ফোনের হোমস্ক্রিন বা অ্যাপ ড্রয়ার হতে File Manager অ্যাপটিতে প্রবেশ করুন
  • হ্যামবার্গার মেন্যু থেকে Settings সিলেক্ট করুন
  • Show hidden files এর পাশে থাকা স্লাইডারে ট্যাপ করে অপশনটি চালু করে দিন

উল্লেখিত নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করলে হাইড থাকা বিভিন্ন ফোল্ডার ও ফাইল দেখতে পাবেন ফাইলস অ্যাপের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: দুঃখিত!! কপি করা যাবে না, শেয়ার করুন।

Adblock Detected

Please Turn Off Your AdBlocker