GPS দিয়ে লাইভ লোকেশন দেখার জন্য সেরা ৬ টি ফ্রী অ্যাপ
আপনি কি আপনার বন্ধু বা পরিবারের সদস্যদের ট্রাক করার জন্য ভালো একটি অ্যাপ্লিকেশন খুঁজছেন।আপনি যদি আপনার প্রিয়জনের ওপর অথবা বন্ধু পরিবার এক কথায় কাছের মানুষদের উপর নজর রাখার জন্য ভালো একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন খুঁজে থাকেন তাহলে এই টিউনটি আপনার জন্য আপনি যদি আপনার প্রিয়জনের ওপর নজরদারি করতে চান তাহলে আপনার এই অ্যাপ গুলো সম্পর্কে অবশ্যই জানা উচিত।
আসলে ট্র্যাক করার বিষয়টি শুনলে আমাদের খারাপ মনে হয়। কিন্তু তবুও আজকাল বেশিরভাগ মানুষ তাদের লোকেশন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকে। আপনার বর্তমান লোকেশন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে যদি কোন ক্ষতি না হয় তাহলে আশা করা যায় এই সব অ্যাপ থেকেও কোনো ক্ষতি হবে না।
আপনি যদি সেরা Location-finding অ্যাপ, GPS tracking অ্যাপ এবং আপনার বন্ধুদের খুঁজে পাওয়ার উপায় জানতে চান তবে অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে থাকুন।
তবে শুরু করার আগে আপনাদের একটা কথা বলে রাখি। ট্রাকিং সম্পর্কে আপনার উল্টাপাল্টা ধারণা থাকলে অথবা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করার চিন্তাভাবনা থাকলে আপনি এখান থেকেই বিদায় নিতে পারেন। কারণ এইসব অ্যাপ্লিকেশন দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো কারো অনুমতি ছাড়াই আপনি ট্রাক করতে পারবেন না।
এসব অ্যাপ দিয়ে আপনি শুধুমাত্র তাকেই ট্রাক করতে পারবেন যে আপনাকে অনুমতি দিবে। অথবা আপনাকে সেই ট্র্যাক করতে পারবে আপনি যাকে অনুমতি দিবেন।
১। Glympse
Glympse অ্যাপটি সময়ের সাথে সাথে লোকেশন অনুসন্ধানকারী সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন হয়ে দাঁড়িয়েছে। এ অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার অবস্থান আপনার বন্ধু-বান্ধব পরিবার এবং সহকর্মীদের সাথে শেয়ার করতে পারবেন।
এই অ্যাপটির সেরা বৈশিষ্ট্য হচ্ছে, এই অ্যাপটির মাধ্যমে কাউকে আপনি লোকেশন শেয়ার করলে অপরপ্রান্তের ব্যাক্তিটির ফোনে এই অ্যাপটি সাইনআপ করার কোন প্রয়োজন নেই শুধুমাত্র সে ব্যক্তির ফোনে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। অর্থাৎ অপরপ্রান্তের ব্যক্তির ফোনে Glympse অ্যাপ টি ইন্সটল করতে হবে না।
যে ফিচারটি হোয়াটসঅ্যাপ বা গুগল ম্যাপ লোকেশন শেয়ারিং থেকে Glympse অ্যাপ টি একদম আলাদা করে তোলে যা সত্যিই খুব অসাধারণ।
এছাড়া Glympse অ্যাপ টির কিছু নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। যেমন এই অ্যাপটির মাধ্যমে আপনি যদি কাউকে লোকেশন শেয়ার করেন, তবে সেটি একটি নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এতে করে অনেকক্ষণ ধরে কেউ আপনাকে ট্র্যাক করতে পারবে না।
আপনি যদি আপনার বন্ধুকে লাইভ লোকেশন শেয়ার করতে চান, তাহলে Glympse অ্যাপ টি ব্যবহার করতে পারে।
এই অ্যাপটির মাধ্যমে আপনি যদি আপনার কোনো একজন বন্ধুকে লাইভ লোকেশন শেয়ার করলে।
আপনার সেই বন্ধু আপনার অবস্থান সম্পর্কে জানতে পারবে এবং যে সময় পর্যন্ত আপনি এটি সেট করে দিবেন সেই সময় পর্যন্ত অপরপ্রান্তের ব্যক্তিটি আপনার লোকেশন জানতে পারবে।
এই অ্যাপটি সবথেকে বেশি তখন কাজে আসে যখন আপনি কোথাও ভ্রমণে যান। এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার বন্ধু অথবা পরিবারের সদস্যদের মাঝে আপনার লাইভ লোকেশন শেয়ার করে রাখতে পারেন। আপনি যখন যে জাগায় থাকবেন আপনার পরিবারের লোক আপনার সাথে যোগাযোগ না করেও আপনার লোকেশন বের করতে পারবে যা সত্যিই খুব অসাধারণ।
২। Family Locator
Family Locator আজকের তালিকায় একটি সেরা অ্যাপ। এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার বাচ্চাদের সারাক্ষণ নজরদারি করতে পারবেন। এক্ষেত্রে যাদের ছোট সন্তান আছে তাদের সারাক্ষণ নজরদারি করার জন্য এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। আপনার পরিবারের অন্য যে কেউ এই অ্যাপটি ব্যবহার করলে আপনি তার রিয়েল টাইম লোকেশন দেখতে পারেন।
এছাড়া এ অ্যাপটি ব্যবহার করে অন্যান্য ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করার জন্য Built-in messaging সুবিধা রয়েছে এই অ্যাপটিতে যেটির মাধ্যমে যে কাউকে বার্তা পাঠানো সম্ভব।
এছাড়া অ্যাপটি সবথেকে গুরুত্বপূর্ণ এ কারণে যে, এটি আপনার শিশু নিরাপত্তার ক্ষেত্রে কাজ করে। কেননা Family Locator অ্যাপটিতে পিতা মাতার জন্য SOS বা Save Our Souls বাটন রয়েছে। এক্ষেত্রে যখন এ বাটাম টি চাপা হবে তখন এটি খুব দ্রুত আপনার সন্তানের অবস্থান ম্যাপে চিহ্নিত করবে।
এই সুবিধাটি কাজে লাগতে পারে পারিবারিক ভ্রমণে বড় কোন পাবলিক প্লেসে গিয়ে । এখানে আপনার বাচ্চারা তাদের ইচ্ছামত ঘুরে বেড়াই এক্ষেত্রে এই ফিচারটি ব্যবহার করে আপনি খুব সহজে আপনার সন্তানদের লাইভ লোকেশন খুঁজে নিতে পারেন।
Glympse দিয়ে যেমন শুধুমাত্র লাইভ লোকেশন এর লিঙ্ক শেয়ার করলে সে ব্যক্তি অপরপ্রান্ত থেকে দেখতে পায় এবং এক্ষেত্রে অপরপ্রান্তের ব্যক্তিকে Glympse ইন্সটল করতে হয় না। কিন্তু এই অ্যাপটির মাধ্যমে আপনার সন্তানদের ট্র্যাক করতে হলে অবশ্যই Family Locator অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করা থাকতে হবে।
৩। A-GPS Tracker
যদিও এ ধরনের অ্যাপ গুলো প্রাথমিকভাবে ব্যবহার হয়ে থাকে আপনার সন্তানদের নজরদারি করার ক্ষেত্রে। তবে এসব অ্যাপ যে কেউ ব্যবহার করতে পারে যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকে অথবা অপরিচিত কোন জায়গায় প্রায় গিয়ে থাকে। বিশেষ করে যারা দীর্ঘ ভ্রমণে প্রায় কোথাও গিয়ে থাকি যারা হাঁটাহাঁটি করে এবং বিভিন্ন প্রয়োজনে অপরিচিত জায়গায় যেতে হয়।
অপরিচিত কোন জায়গায় দীর্ঘ ভ্রমণ করার সময় কোন কারণে এটি আপনার বিপদ ডেকে আনতে পারে। যেমন ধরুন যদি হঠাৎ করে সে এলাকায় আবহাওয়া পরিবর্তন হয়ে যায় তবে আপনি এক্ষেত্রে এখানে বিপদে পড়তে পারেন।
এক্ষেত্রে আপনি সেখানে যাওয়ার আগেই আপনার ডিভাইসে A-GPS Tracker অ্যাপ টি ইন্সটল করলে আগে থেকেই সে বিষয়ে আপনি সতর্কবার্তা পেতে পারেন।
এই অ্যাপটি ডেভেলপারেরা দীর্ঘ ভ্রমণকারীদের কথা মাথায় রেখে অ্যাপ এর ভিতরে মানচিত্র তৈরি করেছেন। এই অ্যাপটি আপনার বর্তমান অবস্থান এর উচ্চতা পরিমাপ আপনার অবস্থান এর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের স্থানাঙ্ক ডিগ্রি এবং UTM-WSG84 প্রদান করে থাকে।
এই অ্যাপটির মাধ্যমে কোনো ব্যবহারকারীদের নির্দিষ্ট রাস্তা ও Load করতে পারেন এবং এলার্ম সেট করতে পারেন। এক্ষেত্রে যদি আপনি আপনার সেই গন্তব্য থেকে দূরে চলে যান যেখানে আপনার থামার কথা তবে সেটি অতিক্রম করলে এলাম বাজবে।
৪। Geo Tracker
Geo Tracker ও অন্যান্য জিপিএস ট্র্যাকিং অ্যাপস গুলোর মত সেসব অ্যাপ গুলোর মধ্য থেকে আপনি এই অ্যাপটিকে ও বিবেচনায় রাখতে পারেন। এই অ্যাপটি A-GPS Tracker অ্যাপ এর মতই। এটি মূলত এমন লোকেদের জন্য বানানো হয়েছে যারা মরুভূমিতে বা ফাঁকা জায়গায় সময় কাটায় তবে এটি যেকোনো পরিবেশে ও কাজ করতে পারে।
এই অ্যাপটি মানচিত্রে আপনার অবস্থান সনাক্ত করবে এবং সেইসঙ্গে আপনার গতি উচ্চতা ও উলম্ব দূরত্ব ঢালুর বাঁক এর মত অতিরিক্ত তথ্য আপনাকে সরবরাহ করবে।
এই অ্যাপের মাধ্যমে সমস্ত ট্রাকিং আপনি GPX এবং KML ফরমেটে আপনার মোবাইলে সংরক্ষণ করতে পারবেন এবং পরবর্তীতে আপনি সেগুলো Google earth ও Ozi Explorer অ্যাপের মাধ্যমে Open করতে পারবেন।
এই অ্যাপটির মাধ্যমে অন্যতম কাজ হচ্ছে ভ্রমণের সময় আপনার দূরত্ব পরিমাপ করা। এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার দূরত্ব খুব সূক্ষ্মভাবে আপনার ভ্রমণের হিসাব করতে পারবেন।
এই অ্যাপটি চালু করে আপনি যখন কোথাও ভ্রমণ করবেন তখন ম্যাপে আপনার ভ্রমণের একটি রেখা প্রদর্শন হবে এবং আপনি কত দূরত্ব অতিক্রম করেছেন সেটি ও দেখতে পারবেন। এর পরবর্তীতে আপনি সেই তথ্যকে আপনার মোবাইলের মেমোরিতে সংরক্ষণ করে রাখতে পারেন এবং চাইলে যে কারও সঙ্গে শেয়ার করতে পারবেন।
এই অ্যাপের অন্যান্য ফিচার গুলোর মধ্যে রয়েছে এই অ্যাপটি Yandex Maps সমর্থন করে। আপনি যদি এমন কোন দেশে থাকেন যেখানে গুগল ম্যাপ এর চাইতে Yandex Maps অধিক উন্নত, যেমন, রাশিয়া এক্ষেত্রে Yandex Maps ব্যবহারের ফলে এটি আপনার ভ্রমণে আরো আকর্ষণীয় মাত্রা যোগ করতে পারে।
সবচাইতে গুরুত্বপূর্ণ যে এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার লোকেশন আপনার বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনদের কাছে শেয়ার করতে পারেন।
৫। Google Maps
আপনি কি এখন পর্যন্ত জানেন যে আপনার বন্ধু’ এবং আপনার পরিবারের কোনো সদস্য কে ট্রাক করতে আপনি গুগল ম্যাপ ব্যবহার করতে পারেন? অন্যদের মত আপনিও হয়তো বা শুরু থেকে গুগল ম্যাপ কে ব্যবহার করেন। কিন্তু আপনি এখনো পর্যন্ত জানেন না যে আপনি গুগল ম্যাপ ব্যবহার করে কোন একজন ব্যক্তিকে ট্র্যাক করতে পারেন।
আপনাদের মধ্যে অনেকেই হয়তো গুগল ম্যাপ কে ব্যবহার করে কোন ব্যক্তিকে ট্র্যাক করার প্রক্রিয়াটি জেনে থাকতে পারেন। তবে এখনো যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে আপনি গুগল ম্যাপ কে ব্যবহার করে কোন একজন ব্যাক্তিকে ট্যাক করতে পারেন।
গুগোল ম্যাপের মাধ্যমে কোন একজন ব্যক্তিকে ট্র্যাক করার প্রক্রিয়াটি মূলত আপনার লোকেশন শেয়ার করার উপর নির্ভর করে তাই কোন পরিস্থিতিতে এটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। তবে আপনার বর্তমান লোকেশন কারো সঙ্গে শেয়ার করতে অথবা অন্য কারো লাইভ লোকেশন দেখার জন্য অবশ্যই গুগল ম্যাপ আপনার জন্য বেস্ট হতে পারে।
গুগল ম্যাপ এর মাধ্যমে কিভাবে আপনি আপনার লোকেশন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তা জানতে চাইলে নিচের নির্দেশনা অনুসরন করুন।
১। এজন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের Google Maps অ্যাপ টিতে। এরপর উপরে থেকে আপনার প্রোফাইল আইকনটিতে ক্লিক করতে হবে।
২।এবার আপনি এখানে পেয়ে যাবেন Location sharing নামের একটি অপশন এবং আপনি এখানে ক্লিক করবেন।
৩। তারপর এখান থেকে আপনি Share location লেখাতে ক্লিক করবেন।
৪। এবার আপনি যার কাছে আপনার লোকেশন টা শেয়ার করবেন সে কতক্ষণ ধরে আপনার লাইভ লোকেশন টি দেখতে পাবে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সময় নির্ধারণ করে দেওয়ার জন্য এখানে (+) এবং (-) বাটন পেয়ে যাবেন।
এখান থেকে আপনি সর্বনিম্ন সময় হিসাবে 15 মিনিট করে দিতে পারবেন। সময় নির্ধারণ করে দেওয়ার পর আপনি যে মাধ্যমে তাকে লিঙ্কটি শেয়ার করতে যাচ্ছেন সেটির ওপরে ক্লিক করে তাকে লিংক শেয়ার করুন।
৫। এর পরবর্তীতে এখান থেকে আপনি আবার শেয়ার লেখাতে ক্লিক করে পরবর্তী ধাপে এগিয়ে সে ব্যক্তির কাছে শেয়ার করবেন।
৬। কোন একজন ব্যক্তিকে আপনার লাইভ লোকেশন দেখার লিংক শেয়ার করলে ম্যাপে চলে আসার পর আপনি দেখতে পাবেন।
এখানে আপনি ক্লিক করার পর সেই লিংকটি আরো অন্যান্য জনকে শেয়ার করার অপশন পেয়ে যাবেন এবং সেই লিঙ্ক এর কার্যকারিতা ও এখান থেকে বন্ধ করতে পারবেন। আপনার লোকেশন টি আরো অন্যান্য ব্যক্তির কাছে শেয়ার করার জন্য Copy link ব্যবহার করবেন এবং সেই লিঙ্ক এর কার্যকারিতা বন্ধ করার জন্য Stop লেখাতে ক্লিক করবেন।
এভাবে করে কোন একজন ব্যক্তিকে আপনার লাইভ লোকেশন এর লিংক শেয়ার করে রাখলে আপনি বর্তমানে যে অবস্থানে রয়েছেন অপরপ্রান্তের ব্যক্তিকে মোবাইল থেকে আপনার অবস্থান দেখতে পাবে। এক্ষেত্রে লিংক এর কার্যকারিতা থাকা অবস্থায় আপনি যদি সেই অবস্থান থেকে অন্য কোন অবস্থানে জান তবুও সে ব্যক্তি আপনার অবস্থান দেখতে পাবে।
বিশেষ করে আপনি একটি চারটি কাজে লাগাতে পারেন কোন জায়গায় ভ্রমণের সময়। এক্ষেত্রে আপনি আপনার লাইভ লোকেশন এর লিংক আপনার পরিবার এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে রাখতে পারেন যাতে তারা আপনার সঙ্গে যোগাযোগ না করে ও আপনার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে পারে।
৬। Geozilla Family GPS Locator
Geozilla Family GPS Locator আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদেরকে ট্র্যাক করার আরও একটি চমৎকার অ্যাপ। অন্যান্য অনেক লোকেশন শেয়ারিং অ্যাপ এর বিপরীতে Geozilla Family GPS Locator অ্যাপটি আপনার ফোনের ব্যাটারি কম ড্রেন করে। অর্থাৎ এই অ্যাপটি আপনার মোবাইলের ব্যাটারি কে অন্যান্য অ্যাপ এর তুলনায় কম খরচ করে।
আর এর কারণ হচ্ছে এই অ্যাপটি নিশ্চিত করে যে আপনি যদি কম দূরত্ব হাটের তবে এই অ্যাপটি নিজে থেকে কাজ করে না। এর বদলে এটি কেবল তখনই রেকর্ডিং করে যখন আপনি যথেষ্ট দূরত্বে সরে যাবে।
এই অ্যাপটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে আপনার পরিবারের কোনো সদস্য যখন একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে তখন আপনাকে সতর্কবার্তা দেওয়া সপ্তাহের লোকেশন হিস্ট্রি গুলো দেখা এবং লোকেশন ভিত্তিক কাজগুলোকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শেয়ার করে নিয়ে করার সুযোগ রয়েছে।
শেষ কথা
মনে রাখবেন যে, কিছু গোপনীয়তার দৃষ্টিকোণ থেকে গুলো বিপদজনক। কেননা এসব অ্যাপ গুলোর মাধ্যমে আপনার লাইভ লোকেশন অন্য কেউ দেখতে পাচ্ছে। তাই আপনি যদি কাউকে আপনার লাইভ লোকেশন দেখার অনুমতি দিয়ে থাকেন তবে অবশ্যই আপনি একবার বিবেচনা করে দেখবেন। এক্ষেত্রে সেই ব্যক্তিকে আপনার লাইভ লোকেশন দেখতে দিলে আপনার কোন ক্ষতি হবে কি না তা বিবেচনায় রাখা উচিত।