Technology

সিম্ফনি মোবাইলের দাম ২০২২- Symphony Phone Price 2022

সিম্ফনি মোবাইলের দাম ২০২২- Symphony Phone Price 2022: বাংলাদেশের স্মার্টফোন সেক্টরে সিম্ফনি একটি চিরচেনা নাম। দেশের অনেক মানুষের স্মার্টফোন ব্যবহারের যাত্রা শুরু এই সিম্ফনি মোবাইলের হাত ধরেই। সময়ের সাথে সাথে ব্র‍্যান্ড হিসেবে জনপ্রিয়তা খুব বেশি বৃদ্ধি করতে না পারলেও এখনো এন্ট্রি লেভেল বাজেটে ভালোই পারফর্ম করছে সিম্ফনির মোবাইলগুলো।

দেশের বাজারে অফিসিয়ালি এন্ট্রি লেভেল বাজেটের সেরা ফোনগুলোর একটা বড় অংশ এখনো সিম্ফনি। স্পেসিফিকেশনের দিক দিয়ে সিম্ফনির ফোনগুলোকে আহামরি মনে না হলেও সফটওয়্যার হিসেবে স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করার কারণে বেশ ব্যবহারযোগ্য সিম্ফনির ফোনগুলো।

চলুন জেনে নেওয়া যাক দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এমন সব সিম্ফনি মোবাইলের দাম, স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।

Table of Contents

সিম্ফনি জেড৩৫ – Symphony Z35

সিম্ফনি জেড৩৫ ফোনটি পাওয়া যাবে দুইটি আলাদা র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে। মিডিয়াটেক এর হেলিও জি৩৫ প্রসেসর দ্বারা চালিত এই ফোনটিতে রয়েছে ৬০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি, যা এই বাজেটে এক দারুণ সংযোজন। ৩জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ এর সিম্ফনি জেড৩৫ পাওয়া যাবে ১০হাজার টাকার মধ্যে। ( সিম্ফনি মোবাইলের দাম ২০২২- Symphony Phone Price 2022 )

অন্যদিকে ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য বাড়তি এক হাজার টাকা গুণতে হবে। ফিচার বিবেচনায় এক হাজার টাকা বেশি দামের ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কেনাই উত্তম।

 সিম্ফনি মোবাইলের দাম ২০২২ Symphony Mobile Price 2022
সিম্ফনি জেড৩৫ – Symphony Z35

সিম্ফনি জেড৩৫এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৮২ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • র‍্যামঃ ৩জিবি / ৪জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি / ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

সিম্ফনি জেড৩৫ এর দাম – Price of Symphony Z35:

  • ৩জিবি র‍্যাম + ৩২জিবি স্টোরেজঃ ৯,৯৯০টাকা
  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১০,৯৯০টাকা

সিম্ফনি জেড ৩০ – Symphony Z30

সিম্ফনি জেড৩০ ফোনটিতে রয়েছে ৩জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ। ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপের এই ফোনটিতে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি রয়েছে, যা প্রায় একদিন ব্যাটারি ব্যাকাপ প্রদানে সক্ষম। মিডিয়াটেক এর এন্ট্রি লেভেল প্রসেসর, হেলিও এ২৫ ব্যবহার করা হয়েছে ফোনটিতে। ( সিম্ফনি মোবাইলের দাম ২০২২- Symphony Phone Price 2022 )

সিম্ফনি মোবাইলের দাম ২০২২ Symphony Mobile Price 2022
সিম্ফনি জেড ৩০ – Symphony Z30

সিম্ফনি জেড ৩০ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২৫
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

সিম্ফনি জেড ৩০ এর দাম – Price of Symphony Z30:

সিম্ফনি জেড ৩০ এর দাম: ৯,৭৯০টাকা

শাওমি ১২ সিরিজ এলো দারুণ ডিজাইন ও ফিচার নিয়ে

সিম্ফনি জেড৩০ প্রো – Symphony Z30 Pro

জেড৩০ এর আপগ্রেডেড ভার্সন সিম্ফনি জেড৩০ প্রো পাওয়া যাবে প্রায় এক হাজার টাকা বেশি দামে। একই প্রসেসর ব্যবহার করা হলেও সিম্ফনি জেড৩০ প্রো তে রয়েছে বাড়তি র‍্যাম ও স্টোরেজ। আবার জেড৩০ এর চেয়ে বেটার ক্যামেরা সেটাপ রয়েছে সিম্ফনি জেড ৩০ প্রো তে। ( সিম্ফনি মোবাইলের দাম ২০২২- Symphony Phone Price 2022 )

সিম্ফনি মোবাইলের দাম ২০২২ Symphony Mobile Price 2022সিম্ফনি মোবাইলের দাম ২০২২ Symphony Mobile Price 2022
Symphony Z30 Pro

সিম্ফনি জেড৩০ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫২ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২৫
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

সিম্ফনি জেড ৩০প্রো এর দাম – Price of Symphony Z30 Pro

১০,৮৯০টাকা

Starlink কি? স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা Starlink সম্পর্কে বিস্তারিত

সিম্ফনি জেড৪০ – Symphony Z40

 সিম্ফনি মোবাইলের দাম ২০২২ Symphony Mobile Price 2022
সিম্ফনি জেড৪০ – Symphony Z40

যারা ১০হাজার টাকার মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ ফোন খুজঁছেন, তাদের জন্য সিম্ফনি জেড৩০ একটি অসাধারণ পছন্দ হতে পারে। দাম বিবেচনায় সকল দিক থেকেই ব্যবহারের জন্য আদর্শ ফোন বলা চলে সিম্ফনি জেড৪০ ফোনটিতে।( সিম্ফনি মোবাইলের দাম ২০২২- Symphony Phone Price 2022 )

মিডিয়াটেক এর হেলিও জি৩৫ প্রসেসরের পাশাপাশি ৩জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ, ১০হাজার টাকা বাজেট রেঞ্জে ফোনটিকে করেছে অনন্য।( সিম্ফনি মোবাইলের দাম ২০২২- Symphony Phone Price 2022 )

সিম্ফনি জেড৪০ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

সিম্ফনি জেড৪০ এর দাম – Price of Symphony Z40:

৯,৯৯০টাকা

সিম্ফনি জেড৩৩ – Symphony Z33

সিম্ফনি জেড৩৩ ফোনটিতে রয়েছে ৩জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ। ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারির ফোন, সিম্ফনি জেড৩৩ এ রয়েছে ১৩মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৮মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

সিম্ফনি মোবাইলের দাম ২০২২ Symphony Mobile Price 2022
Symphony Z33

সিম্ফনি জেড৩৩ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫২ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক টি৬১০
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

সিম্ফনি জেড৩৩ এর দাম – Price of Symphony Z33:

৮,৯৯০টাকা

Tesla Phone – কেমন হবে ইলন মাস্কের স্মার্টফোন

সিম্ফনি এটম  – Symphony ATOM

সিম্ফনি’র এটম ফোনটির পেছনে মূল লক্ষ্য ছিলো এক্সট্রিম বাজেট রেঞ্জে ভালো কিছু অফার করা। ২জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ এর এই ফোনটিতে ১৩মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি ৫মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ৮হাজার টাকা বাজেটের মধ্যে এই ফোনটি দারুণ একটি পছন্দ হতে পারে। ( সিম্ফনি মোবাইলের দাম ২০২২- Symphony Phone Price 2022 )

সিম্ফনি মোবাইলের দাম ২০২২ Symphony Mobile Price 2022
Symphony ATOM

সিম্ফনি এটম এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.২২ইঞ্চি
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪০০০মিলিএম্প

সিম্ফনি এটম এর দাম – Price of Symphony Atom:

৭,৯৯০টাকা

সিম্ফনি এটম ২ – Symphony ATOM II

সিম্ফনি এটম ও সিম্ফনি এটম ২ এর মধ্যে ডিসপ্লে ও ক্যামেরাতে পার্থক্য রয়েছে। অপেক্ষাকৃত বড় ডিসপ্লে ও কার্যকরী ক্যামেরা রয়েছে সিম্ফনি এটম ২ ফোনটিতে। তবে দামে একই থাকছে এটম ও এটম ২ ফোন দুইটি। ( সিম্ফনি মোবাইলের দাম ২০২২- Symphony Phone Price 2022 )

সিম্ফনি মোবাইলের দাম ২০২২ Symphony Mobile Price 2022
Symphony ATOM II

সিম্ফনি এটম ২ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫২ইঞ্চি
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪০০০মিলিএম্প

সিম্ফনি এটম ২ এর দাম – Price of Symphony Atom 2:

৭,৯৯০টাকা

সিম্ফনি আই৬৯ – Symphony i69

সিম্ফনি এর এক্সট্রিম বাজেট রেঞ্জের ফোন হলো সিম্ফনি আই৬৯। যাদের বাজেট অত্যন্ত কম, তাদের জন্য সিম্ফনি আই৬৯ এর মতো ফোন রেখেছে সিম্ফনি। ২জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ এর ফোন, সিম্ফনি আই৬৯ এ রয়েছে ১৩মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। ( সিম্ফনি মোবাইলের দাম ২০২২- Symphony Phone Price 2022 )

ইউনিসক এর প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। ৭হাজার টাকা যদি হয় আপনার বাজেট, তাহলে সিম্ফনি আই৬৯ ফোনটি দেখতে পারেন। ( সিম্ফনি মোবাইলের দাম ২০২২- Symphony Phone Price 2022 )

সিম্ফনি মোবাইলের দাম ২০২২ Symphony Mobile Price 2022
Symphony i69

সিম্ফনি আই৬৯ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.০৯ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক এসসি৯৮৬৩এ
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ১৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৫০০মিলিএম্প

সিম্ফনি আই৬৯ এর দাম – Price of Symphony I69:

৬,৯৯০টাকা

সিম্ফনি আই৩২ – Symphony i32

সিম্ফনি মোবাইলের দাম ২০২২ Symphony Mobile Price 2022
Symphony i32

৬হাজার টাকা দামের ফোনের খোঁজে থাকলে সিম্ফনি আই৩২ ফোনটি আপনার পছন্দ হতে পারে। ব্যবহারযোগ্য স্পেসিফিকেশন অফার করছে সিম্ফনি আই৩২ ফোনটি। ১জিবি র‍্যাম ও ১৬জিবি স্টোরেজ থালছে ফোনটিতে।( সিম্ফনি মোবাইলের দাম ২০২২- Symphony Phone Price 2022 )

এছাড়াও ৮মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি ৫মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে ফোনটিতে। ৪০০০মিলিএম্প ব্যাটারির ফোন, সিম্ফনি আই৩২ ফোনটিকে বাজেট বিবেচনায় ডিসেন্ট বলা চলে। ( সিম্ফনি মোবাইলের দাম ২০২২- Symphony Phone Price 2022 )

সিম্ফনি আই৩২ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫২ইঞ্চি
  • র‍্যামঃ ১জিবি
  • স্টোরেজঃ ১৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪০০০মিলিএম্প

সিম্ফনি আই৩২ এর দাম – Price of Symphony i32:

৫,৯৯০টাকা

Vivo V23 5G দাম, ফিচার ও স্পেসিফিকেশন

সিম্ফনি ভি৯৯+ – Symphony V99+

 সিম্ফনি মোবাইলের দাম ২০২২ Symphony Mobile Price 2022
Symphony V99+

সবচেয়ে কম দামে যারা ফোন খোঁজেন, তাদের জন্য সিম্ফনি ভি৯৯+ ফোনটি উত্তর হতে পারে। ৪হাজার টাকার চেয়েও কম দামের ফোন, সিম্ফনি ভি৯৯+ এ রয়েছে ১জিবি র‍্যাম ও ৮জিবি স্টোরেজ। ৫মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে ফোনটির উভয় পাশে। তবে শুধুমাত্র ৩জি নেটওয়ার্ক সুবিধা রয়েছে এই ফোনটিতে, থাকছেনা কোনো ৪জি সুবিধা। ( সিম্ফনি মোবাইলের দাম ২০২২- Symphony Phone Price 2022 )

সিম্ফনি ভি৯৯+ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫ইঞ্চি
  • র‍্যামঃ ১জিবি
  • স্টোরেজঃ ৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২০০০মিলিএম্প

সিম্ফনি ভি৯৯+ এর দাম – Price of Symphony V99+:

৩,৮৯০টাকা

সিম্ফনি কি বাংলাদেশী মোবাইল ব্র‍্যান্ড?

হ্যাঁ, সিম্ফনি বাংলাদেশী মোবাইল ব্র‍্যান্ড। ২০০৮সালে এডিসন গ্রুপের শাখা, সিম্ফনি, স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। ( সিম্ফনি মোবাইলের দাম ২০২২- Symphony Phone Price 2022 )

সিম্ফনি’র ফোনগুলো কি ভালো?

দাম বিবেচনায় সিম্ফনির ফোনগুলোর স্পেসিফিকেশন বেশ মানানসই। বাজারের অন্য কোম্পানিসমূহ থেকে একই বাজেট রেঞ্জে প্রতিযোগিতামূলক ফোন তৈরী করছে সিম্ফনি। ( সিম্ফনি মোবাইলের দাম ২০২২- Symphony Phone Price 2022 )

সিম্ফনি মোবাইল সম্পর্কে আপনার মতামত কি? আমাদের জানান কমেন্ট সেকশনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: দুঃখিত!! কপি করা যাবে না, শেয়ার করুন।

Adblock Detected

Please Turn Off Your AdBlocker