Jobs

পাসপোর্ট অধিদপ্তরে চাকরি, আবেদন শেষ ৪ জানুয়ারি

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত পাঁচটি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে অস্থায়ীভাবে এসব পদে আবেদন করতে পারবেন যে কেউ।

আগ্রহী প্রার্থীদের সরকার–নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ৫০ ও ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ৪৫ ও ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার ব্যবহার–সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২৮ শব্দ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

পদের নাম: অ্যাসিসটেন্ট অ্যাকাউন্টেট
পদসংখ্যা: ২
যোগ্যতা: বাণিজ্যে বিভাগ থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

পদের নাম: রেকর্ড কিপার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স ২২ ডিসেম্বর ২০২১ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যাঁদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন ফি
টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বরের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা, সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের http://dip.teletalk.com.bd মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ৪ জানুয়ারি, ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: দুঃখিত!! কপি করা যাবে না, শেয়ার করুন।

Adblock Detected

Please Turn Off Your AdBlocker