ভিসা কি ? ভিসা কত প্রকার ও কি কি – (VISA meaning in Bengali)
অনেক সাধারণ ব্যক্তিদের মতো হয়তো আপনিও “ভিসা কি (VISA meaning in Bengali)“, এবং “ভিসা কত প্রকার ও কি কি” এই বিষয়ে কিছুই জানেননা। তবে, প্রায় সময় যখনি নিজের দেশের বাইরে কোথাও ভ্রমণ করার কথা হয় তখনি এই ভিসা নিয়ে আমাদের জানতে ও ভাবতে হয়।
যদি আপনি সত্যি জানেননা যে ভিসা মানে কি বা ভিসা কাকে বলে (what is VISA in Bengali), তাহলে জেনেরাখুন, যদি আপনি একটি দেশ থেকে অন্য একটি দেশে যেতে চাইছেন, তখন আপনার এর জন্যে প্রয়োজন হয়ে থাকে একটি ভিসার (VISA).
তবে এই সাধারণ জ্ঞান এমনিতে প্রত্যেকেরি আছে, কিন্তু আপনি কি এর বিষয়ে সম্পূর্ণটা স্পষ্ট ভাবে জানেন ? VISA কি বা ভিসার পূর্ণরূপ কি ? (Full Form Of VISA in Bangla). যদি জানেননা, তাহলে চিন্তা করার কিছুই নেই।
কেননা, আজকের এই আর্টিকেলের মধ্যে আমরা ভিসার সাথে জড়িত প্রত্যেকটি জরুরি তথ্য আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি।
ভিসা কি ? (What is VISA in Bengali)
যদি সোজা এবং সরল ভাবে বলা হয় তাহলে, ভিসা (VISA) হলো একটি অস্থায়ী সরকারী অনুমতি যেটা দেওয়া হয় অন্য দেশে থাকার, ঘুরতে যাওয়ার বা কাজ করার জন্যে। এটা হলো একটি অস্থায়ী অনুমতি যেটা একটি অন্য দেশে যাওয়ার জন্য বা সেই দেশে প্রবেশ করার জন্য জরুরি।
যদি ভিসার পূর্ণরূপ বা ফুল ফর্ম এর কথা বলা হয়, তাহলে সেটা হলো, “Visitors International Stay Admission”.
প্রায় প্রত্যেক বিদেশ যাত্রার জন্যেই আপনার কাছে ভিসা (VISA) থাকাটা বাধ্যতামূলক বলা যেতে পারে।
এমনিতে কিছু কিছু দেশ রয়েছে যারা কিছু বিশেষ দেশের যাত্রী বা নাগরিকদের ভিসা (VISA) ছাড়া তাদের দেশে প্রবেশ করতে দিয়ে থাকেন।
যেমন, ভারতীয় নাগরিকদের Nepal, Bhutan, Maldives ইত্যাদি কিছু কিছু দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে দেওয়া হয়।
তবে সেখানে তাদের কিছু অন্যান্য নিয়ম কানুন অবশই থাকতে পারে, তবে ভিসার প্রয়োজন কিন্তু নেই।
কিন্তু, যেগুলো দেশে প্রবেশ করার জন্যে ভিসা থাকাটা বাধ্যতামূলক সেই দেশ গুলোতে ভিসা ছাড়া প্রবেশ আপনাকে করতে দেওয়া হবেনা, তবে কোনো ভাবে যদি আপনি প্রবেশ করে থাকেন, তাহলে সেটা অবৈধ প্রবেশ হিসেবে ধরা হবে এবং সেই দেশের সরকার আপনার ওপরে আইনানুগ ব্যবস্থা (legal action) অবশই নিবেন।
এটাই কারণ যার জন্যে ভিসা এতটা অধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি আপনি দেশের বাইরে ভ্রমণ করতে চলেছেন।
ভিসা বলতে কি বুঝায় – (visa meaning in Bengali)
যা আমি ওপরে আগেই বললাম, ভিসা মানে হলো একটি অস্থায়ী সরকারী অনুমতি যেটা অন্য একটি দেশে ঘুরার, থাকার বা কাজ করার জন্য দেওয়া হয়।
মনে রাখবেন, আপনি যেই দেশে যেতে চাইছেন, সেই দেশের সরকার আপনার ভিসা জারি করবে।
ভিসা একটি নথি-পত্র বা আপনার পাসপোর্ট (passport) এর মধ্যে একটি Official Stamp হিসেবেও হতে পারে।
সোজা ভাবে বললে, ভিসা জারি করার উদ্দেশ্য হলো, বিদেশে প্রবেশ করার অনুমতি (Permission) নেওয়া এবং দেওয়া।
তাই, ভিসা হলো একটি শর্তাধীন অনুমোদন যেটাকে একজন বিদেশীর জন্যে মঞ্জুর করা হয় একটি দেশের কর্তৃপক্ষ (authority) বা সরকার দ্বারা সেই দেশে প্রবেশ করার জন্যে বা থাকার জন্যে।
তাহলে আশা করছি, VISA মানে কি (visa meaning in Bengali), বিষয়টা আপনারা সম্পূর্ণ স্পষ্ট ভাবে বুঝতেই পেরেছেন।
ভিসার পূর্ণরূপ কি ?
ভিসার পূর্ণরূপ হলো – “Visitors International Stay Admission”.
ভিসার সাথে জড়িত অন্যান্য জরুরি তথ্য
Visa কি, এই বিষয়ে তো আপনারা সম্পূর্ণটা ভালো করে অবশই বুঝেই গেছেন,
এখন আমরা আপনাকে বলবো ভিসা কত প্রকার ও কি কি তবে এর আগে ভিসার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিচে বলে দিচ্ছি।
অন্য দেশ থেকে চলে আসা ব্যক্তিদের জন্য ভিসা হলো এক ধরণের অনুমতিপত্র (Permission Letter) যেটা সরকার (Government) দ্বারা জারি করা হয় সেই দেশে প্রবেশ করার বা থাকার জন্যে।
সাধারণত ভিসা আপনার পাসপোর্ট এর মধ্যে একটি মোহর হিসেবে থেকে থাকে যেটা অনুমতি প্রদান করা হয়েছে বলে দেখায়।
আপনি কোনো অন্য দেশে গিয়ে কত দিন থাকতে পারবেন এবং সেখানে গিয়ে কি কি করতে পারবেন, সেটা নির্ভর করবে আপনার ভিসার ওপরে।
যেকোনো অন্য দেশের ভিসা পাওয়াটা এতটা সহজ কাজ নয়, কেননা এমনিতে ভিসা আলাদা আলাদা রকমের হয়ে থাকে।
এছাড়া, অন্য দেশের ভিসার আবেদন জানানোর সময় আপনাকে কারণ বলতে হবে যে কেন আপনি সেই দেশে যেতে চাইছেন।
ভিসা কত প্রকার ও কি কি – (Types of VISA)
ভিসা মূলত দুধরণের হয়ে থাকে,
- Non-Immigrant VISA: যদি কোনো ব্যক্তি একটি নির্ধারিত বা সীমিত সময়ের জন্যে বিদেশে যেতে চাইছেন, তাহলে তাকে এই ধরণের Non-Immigrant VISA জন্য apply করতে হয়।
- Immigrant VISA: যদি কোনো ব্যক্তি অন্য দেশে গিয়ে চিরকাল সেখানে থাকতে চায় তাহলে তাকে এই Immigrant VISA নিতে হবে।
ওপরে বলা এই দুটো ভিসার মূল প্রকারের বাইরে আরো ৬ রকমের আলাদা আলাদা ভিসা রয়েছে।
- Transit VISA
- Tourist VISA
- Business VISA
- On Arrival VISA
- Student VISA
- Medical VISA
চলুন, প্রত্যেকটি আলাদা আলাদা ভিসা গুলোর বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করে নেই।
Transit VISA:
এই ধরণের ভিসা গুলোর অনেক কম সময়ের জন্য বৈধ থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এই ধরণের ভিসা সর্বাধিক ৫ দিন পর্যন্ত বৈধ থাকতে পারে। এই ভিসা তখন জারি করা হয় যখন একজন ব্যক্তি কোনো অন্য তৃতীয় দেশে হয়ে ভ্রমণ করতে হয়।
Tourist VISA:
এই ধরণের ভিসা গুলো বিদেশে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়। এই ধরণের ভিসা গুলোও অনেক কম সময়ের জন্য জারি করা হয়, তবে আপনার বিদেশ ঘুরতে কত দিন লাগবে, সেই হিসেবে ভিসার আবেদন জানাতে পারবেন।
Business VISA:
এই ধরণের ভিসা ব্যবসায়ী (businessman) দের জন্যে জারি করা হয় যারা ব্যবসার কাজের জন্যে বিদেশ ভ্রমণ করতে চাইছেন।
Arrival VISA:
এই ধরণের ভিসা যাত্রীরা বিদেশের বন্দরে প্রবেশ করার সাথে সাথে জারি করিয়ে দেওয়া হয়। এই ধরণের ভিসার নিয়ম কানুন গুলো আগের থেকে ভালো করে জেনে নেওয়াটা জরুরি।
Student VISA:
নাম শুনেই হয়তো বুঝতে পেরেছেন, এই ধরণের VISA ছাত্রদের (students) জন্য জারি করা হয় যারা উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিশেষে গিয়ে সেখানে থেকে পড়াশোনা করতে চান।
Medical VISA:
মেডিক্যাল ভিসা হলো এক ধরণের ভ্রমণের অনুমতি যেটা কেবল বিদেশে চিকিৎসার কারণে দেওয়া যেতে পারে।
তাহলে বন্ধুরা, আজকের আমাদের আর্টিকেলের মাধ্যমে আপনারা ভিসার (visa) বিষয়ে সম্পূর্ণ জরুরি তথ্য গুলো জেনেনিতে পারলেন।
আশা করছি আজকের আমাদের আর্টিকেল আপনাদের কাজে অবশই আসবে।
ভিসা কি (visa meaning in Bengali), নিয়ে লিখা আর্টিকেলটি যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে আর্টিকেলটি শেয়ার অবশই করবেন।
শেষে, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানাবেন।