Technology

কম দামে ভালো ফোন ২০২২

কম দামে ভালো ফোন ২০২২ঃ প্রযুক্তির উন্নতির সাথে সাথে হাতের নাগালে চলে আসছে সকল পণ্য। এরই ধারাবাহিকতায় কম দামেই পাওয়া যাচ্ছে অসাধারণ সব কম দামে ভালো ফোন গুলো। প্রতিযোগিতা বেড়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে। ফলস্বরূপ পাওয়া যাচ্ছে অল্প দামে ভালো স্মার্টফোন। এগুলো থেকে বেশি উপকৃত হচ্ছেন সাধারণ ক্রেতাগণ।

দেশের বাজারে অফিসিয়ালি বেশ কিছু কম দামে ভালো ফোন পাওয়া যাচ্ছে। এসব “ভ্যালু ফর মানি” ফোন এর ক্ষেত্রে কম দামে অসাধারণ স্পেসিফিকেশন এর দেখা মিলছে ডিভাইসগুলোতে। চলুন জেনে নেওয়া যাক সেরা কিছু কম দামে ভালো ফোন সম্পর্কে।

Table of Contents

স্যামসাং গ্যালাক্সি এম০২

কম দামে ভালো ফোন ২০২২

আপনার বাজেট যদি ১০ হাজার টাকার আশেপাশে হয় আর স্যামসাং এর ফোন আপনার পছন্দের হয়, তাহলে স্যামসাং গ্যালাক্সি এম০২ ফোনটি কিনতে পারেন। এই ফোনের ২জিবি র‍্যাম ও ৩জিবি র‍্যাম সংস্করণ থাকলেও সম্ভব হলে ২জিবি র‍্যাম ভার্সনটি এড়িয়ে চলুন। বর্তমানে বেশিরভাগ অ্যাপ ভালোভাবে ব্যবহারের জন্য ফোনে কম করে হলেও ৩জিবি র‍্যাম থাকা দরকার। ( কম দামে ভালো ফোন ২০২২ )

স্যামসাং গ্যালাক্সি এম০২ ফোনটি স্যামসাং এর ফোন হওয়ায় এর সফটওয়্যার অপটিমাইজেশন অনেক ভালো। যার ফলে কাগজে কলমে আহামরি স্পেসিফিকেশন না থাকলেও ফোনটি বাজেট বিবেচনায় যথেষ্ট ভালো পারফরম্যান্স প্রদানে সক্ষম। এছাড়াও ফোনটিতে থাকা ৫০০০মিলিএম্প ব্যাটারি যেকোনো ধরনের ব্যবহারকারীর জন্য যথেষ্ট ব্যাকাপ প্রদানে সক্ষম।

গ্যালাক্সি এম০২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক এমটি৬৭৩৯
  • র‍্যামঃ ২জিবি/৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

দামঃ ৮৫৯৯টাকা / ৯৯৯৯টাকা

ওয়ালটন প্রিমো আরএক্স৭ মিনি

কম দামে ভালো ফোন ২০২২

দেশের বাজারে দশ হাজার টাকা বাজেটের মধ্যে কোনো ফোন আজ পর্যন্ত হয়ত এতোটা জনপ্রিয় হতে পারেনি, যতটা জনপ্রিয়তা অর্জন করেছিলো দেশীয় ব্র‍্যান্ড ওয়ালটন এর ওয়ালটন প্রিমো আরএক্স৭ ফোনটি। ( কম দামে ভালো ফোন ২০২২ ) এই ফোনটি সাশ্রয়ী দামে অসাধারণ স্পেসিফিকেশন অফার করার মাধ্যমে মুক্তির ২বছর পরও অসাধারণ “ভ্যালু ফর মানি” অফার করছে।

আরএক্স৭ মিনি ফোনটির প্রধান আকর্ষণ এর প্রসেসর, মিডিয়াটেক হেলিও পি৬০। এতো কম দামের ফোনে এই ধরনের শক্তিশালী প্রসেসরের দেখা মিলা প্রায় অসম্ভব। বাজেট গেমাররা চাইলে এই ফোনটি কিনতে পারেন কম দামের ফোনে স্বাচ্ছন্দে গেমিং করতে চাইলে।

ওয়ালটন প্রিমো আরএক্স৭ মিনি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৬০
  • র‍্যামঃ ৩ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩০০০ মিলিএম্প

দামঃ ৯,৪৯৯ টাকা

ইনফিনিক্স হট ৯ প্লে – কম দামে ভালো ফোন

কম দামে ভালো ফোন ২০২২

ইনফিনিক্স হট ৯ প্লে ফোনটি মূলত সাধারণ ব্যবহারীদের কথা মাথায় রেখেই তৈরী। ফোনটির বিশাল ব্যাটারি যেকোনো ধরনের ব্যবহারকারীর পছন্দ হবে। বিশেষ করে বড় স্ক্রিনে যারা মাল্টিমিডিয়া কনটেন্ট দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই ফোনটি আদর্শ পছন্দ।

আরো জানুনঃ সিম্ফনি মোবাইলের দাম ২০২২- Symphony Phone Price 2022

এছাড়াও ফোনটির ২জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি মাত্র ৭,৯৯০টাকায় পাওয়া যাচ্ছে। বাজেট বাড়ানো সম্ভব হলে ফোনটির ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ক্রয় করাই বুদ্ধিমানের কাজ হবে।

ইনফিনিক্স হট ৯ প্লে এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮২ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২৫
  • র‍্যামঃ ২জিবি/৪জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি/৬৪জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

দামঃ ৭,৯৯০টাকা / ৯,৯৯০টাকা

সিম্ফনি জেড৪০

কম দামে ভালো ফোন ২০২২

ব্যবহারের ফোনটি সুন্দর দেখতে হওয়া চাই, সাথে পারফরম্যান্স ও হওয়া চাই ব্যবহারযোগ্য – এমন যদি হয় আপনার পছন্দ, তাহলে সিম্ফনি জেড৪০ ফোনটি আপনাকে হতাশ করবেনা। ( কম দামে ভালো ফোন ২০২২ ) সিম্ফনি জেড৪০ ফোনটি নিঃসন্দেহে ১০হাজার টাকার মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে ফোনগুলোর কাতারে এগিয়ে থাকবে।

তবে সৌন্দর্যের মধ্যেই শেষ নয় সিম্ফনি জেড৪০ এর গল্প। ফোনটিতে রয়েছে বিশাল ৫০০০মিলিএম্প ব্যাটারি। এছাড়াও স্টক অ্যান্ড্রয়েডে চালিত বলে ৩জিবি র‍্যামের ফোন হলেও সাধারণ ব্যবহারে সিম্ফনি জেড৪০ নিয়ে কোনো সমস্যা হওয়ার অবকাশ নেই।

সিম্ফনি জেড৪০ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

দামঃ ৯,৯৯০টাকা

টেকনো স্পার্ক ৬

কম দামে ভালো ফোন ২০২২

১২হাজার টাকার ডিভাইসে ১২৮জিবি স্টোরেজ আবার সাথে ভালো প্রসেসর পেলে কেমন হয়? কথা বলছি টেকনো স্পার্ক ৬ ফোনটি সম্পর্কে। ( কম দামে ভালো ফোন ২০২২ ) সবচেয়ে কম দামে ১২৮জিবি স্টোরেজ প্রদান করার মাধ্যমে ফোনটি আমাদের কম দামে ভালো ফোন এর তালিকায় স্থান করে নিয়েছে।

তবে স্টোরেজ বেশি বলে অন্য ডিপার্টমেন্টে কমতি রাখেনি টেকনো। ফোনটিতে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারির পাশাপাশি ব্যবহারযোগ্য ক্যামেরা সেটাপ চোখে পড়বে। এছাড়াও ফোনটির প্রসেসর বর্তমানের যেকোনো অ্যাপ বা গেম চালাতে যথেষ্ট শক্তিশালী।

টেকনো স্পার্ক ৬ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৭০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

দামঃ ১১,৯৯০টাকা

স্যামসাং গ্যালাক্সি এম০২এস – কম দামে ভালো ফোন

কম দামে ভালো ফোন ২০২২

স্যামসাং এর ফ্যানদের জন্য ১৩হাজার টাকার প্রাইসের মধ্যেই রয়েছে সারপ্রাইজ, স্যামসাং গ্যালাক্সি এম০২এস ডিভাইসটি। স্যামসাং এর অসাধারণ সফটওয়্যার অপটিমাইজেশনকে সাথে নিয়ে ফোনটির কার্যকর প্রসেসর এর পারফরমেন্স নিয়ে কোনো ধরনের ব্যবহারকারীর সমস্যা হওয়ার কথা নয়। ( কম দামে ভালো ফোন ২০২২ )

এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম০২এস ফোনটিতে রয়েছে ভালো ক্যামেরা সেটাপ। ৪জিবি র‍্যাম এর কল্যাণে ফোনটিতে মাল্টিটাস্কিংয়েও কোনো সমস্যা পোহাতে হবেনা। কম দামে ভালো ফোন এর তালিকায় স্যামসাং এর এই ফোনটি অসাধারণ এক সংযোজন।

একনজরে স্যামসাং গ্যালাক্সি এম০২এস এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

দামঃ ১২,৪৯৯টাকা

ওয়ালটন প্রিমো আরএক্স৮ মিনি

কম দামে ভালো ফোন ২০২২

আরএক্স৭ মিনি দিয়ে যে হাইপ তৈরি করেছিলো তা সাথে নিয়ে আরএক্স৮ মিনি ফোনটি বাজারে ছাড়ে ওয়ালটন। ফোনটি গ্রাহকের চাহিদা পূরণে সক্ষম হয় ও দেশীয় ব্র‍্যান্ড হিসাবে ওয়ালটন আবারও নতুন দৃষ্টান্ত স্থাপন করে। মাত্র ১৩হাজার টাকার ফোন হলেও কোনো ফিচার এর দিক দিয়ে কার্পণ্য করেনি ওয়ালটন। ( কম দামে ভালো ফোন ২০২২ )

অসাধারণ প্রসেসরযুক্ত এই ফোনটিতে ১২মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি একটি ৮মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর, যা এ দামে অনন্য। এছাড়াও ফোনটির ডিজাইন খুবই আকর্ষণীয়। আবার এই দামেও ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে ফোনটিতে। এই ধরনের ফোন বাজারে ভবিষ্যতে আরো আনতে পারলে দেশীয় ব্র‍্যান্ডগুলোর প্রতি মানুষের আস্থা বাড়বে।

একনজরে ওয়ালটন প্রিমো আরএক্স৮ মিনি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৩ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৬০০মিলিএম্প

দামঃ ১২,৯৯৯টাকা

রিয়েলমি নারজো ৩০এ

কম দামে ভালো ফোন ২০২২

রিয়েলমির নারজো সিরিজ মূলত কম দামে ভালো গেমিং ফোন ক্রেতাদের কথা মাথায় রেখে তৈরী। সেই সুবাদে ১৩হাজার টাকার ফোন, নারজো ৩০এ কম দামে ভালো ফোন এর এই তালিকায় স্থান করে নিয়েছে।

রিয়েলমি নারজো ৩০এ ফোনটির প্রধান আকর্ষণ হচ্ছে এর শক্তিশালী প্রসেসর, মিডিয়াটেক হেলিও জি৮৫। যারা কম দামে ভালো গেমিং ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি অসাধারণ পছন্দ হতে পারে।( কম দামে ভালো ফোন ২০২২ )

এছাড়াও যারা ভারি কাজে স্মার্টফোন ব্যবহার করে থাকেন, তাদের জন্য এই ফোনের শক্তিশালী প্রসেসর দারুণ সুবিধা প্রদান করবে। সেই সাথে ফোনটির বিশাল ব্যাটারিও এর একটি প্লাস পয়েন্ট বলা চলে।

একনজরে রিয়েলমি নারজো ৩০এ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

দামঃ ১২,৯৯০টাকা

ইনফিনিক্স নোট ৮আই – অন্যতম কম দামে ভালো ফোন

কম দামে ভালো ফোন ২০২২

১৫হাজার টাকা দামের ফোন, ইনফিনিক্স নোট ৮ আই – এটিকে বড় প্যাকেটেই বড় ধামাকা বলা চলে। ফোনটির বিশাল ডিসপ্লে ও ৪৮মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও র‍্যাম ও স্টোরেজ ডিপার্টমেন্টেও রয়েছে চমক। ( কম দামে ভালো ফোন ২০২২ )

১৫হাজার টাকার মধ্যে ইনফিনিক্স নোট ৮আই ফোনটিতে দেখা মিলবে ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজের।

এছাড়াও ফোনটি দেখতে অত্যন্ত আকর্ষণীয়। ফিংগারপ্রিন্ট সাইড-মাউন্টেড হওয়ায় ফোনটির শোভা বৃদ্ধি পেয়েছে বহু গুন। যারা ১৫হাজার টাকা বাজেটের মধ্যে স্বয়ংসম্পূর্ণ একটি ফোন চান, তাদের জন্য ইনফিনিক্স নোট ৮আই আদর্শ পছন্দ।

একনজরে ইনফিনিক্স নোট ৮আই এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭৮ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫২০০মেগাপিক্সেল

দামঃ ১৪,৯৯০টাকা

শাওমি রেডমি ৯ – কম দামে ভালো ফোন হিসেবে অসাধারণ পছন্দ

কম দামে ভালো ফোন ২০২২

১৫হাজার টাকায় শাওমির রেডমি ৯ ফোনটি “ভ্যালু ফর মানি” ট্যাগ এর এক অনন্য দৃষ্টান্ত। বর্তমান সময়ে প্রচলিত বা স্ট্যান্ডার্ড সকল ফিচার এই স্মার্টফোনটিতে বিদ্যমান। রেডমি ৯ ফোনটিতে শক্তিশালী প্রসেসরের পাশাপাশি রিয়েছে অসাধারণ ফুল এইচডি প্লাস ডিসপ্লে।

এছাড়াও রেডমি ৯ এর ১৩মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি রয়েছে ৮মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ও ব্যবহারযোগ্য ৫মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। ( কম দামে ভালো ফোন ২০২২ )

আবার ফোনটিতে ১৮ওয়াট ফাস্ট চার্জিং এর পাশাপাশি বিশাল ৫০২০মিলিএম্প ব্যাটারি রয়েছে।  শাওমির তরফ থেকে দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এমন ফোনগুলোর মধ্যে রেডমি ৯ ফোনটি সেরার তালিকাতেই থাকবে।

একনজরে শাওমি রেডমি ৯ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০২০মিলিএম্প

দামঃ ১৪,৯৯৯টাকা

কম দামে ভালো ফোন এর উক্ত তালিকা থেকে আপনার পছন্দের স্মার্টফোন কোনটি? আমাদের জানান কমেন্ট সেকশনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: দুঃখিত!! কপি করা যাবে না, শেয়ার করুন।

Adblock Detected

Please Turn Off Your AdBlocker